ঠেলে দেওয়া আট বাংলাদেশিকে আটক করেছে পুলিশ
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে আটজনকে ফেরত (পুশব্যাক) পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বার্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ রোববার সকালের দিকে পুশব্যাকের এ ঘটনা ঘটে। দুপুরের দিকে মুজিবনগর থানা পুলিশ ওই আটজনকে আটক করে থানায় নিয়ে আসে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, রাতের কোনো এক সময় ভারতের পাথরঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট খুলে আটজন বাংলাদেশিকে পুশব্যাক করেন। পরে তারা হেঁটে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে চলে আসে। সকালে স্থানীয়রা তাদের দেখে সন্দেহ হলে থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। পরে বিভিন্ন মেয়াদে জেল খাটে। গতকাল শনিবার রাতে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে কাঁটাতারের বেড়া খুলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।