জেএসসি-জেডিসিতে পাসের হার বেড়ে ৮৭.৯
এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
এর আগে সকালে গণভবনে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত এবং প্রশ্নপত্র ফাঁসের গুজবহীন পরিবেশে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা হয়েছে।
সব বোর্ডের তথ্য একসঙ্গে
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছর এর হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। পাসের হার বেড়েছে ২ দশমিক শূন্য ৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন। বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।
আলাদাভাবে জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী।
এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় দুই লাখ ১০ হাজার ৪৫৩ জন ছাত্রী বেশি ছিল। মোট ছাত্র সংখ্যা ছিল ১১ লাখ ৯৫ হাজার ৮০০ জন আর মোট ছাত্রী ছিল ১৪ লাখ ছয় হাজার ২৫৩ জন।
জেএসসি ও জেডিসি পরীক্ষা এ বছরের ২ নভেম্বর থেকে শুরু হয়। এ ছাড়া এবার অংশ নেওয়া ২৬ লাখ দুই হাজার ৫৩ জন শিক্ষার্থীর ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন পাস করেছে। গতবার পরীক্ষার্থী ছিল ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৭ শতাংশ। পরীক্ষার্থী ছিল তিন লাখ ৮০ হাজার ৪৪২ জন। জেডিসিতে এবার জিপিএ ৫ কমেছে। এবার পেয়েছে এক হাজার ৬৮২ জন, গতবার যা ছিল এক হাজার ৯৮৭ জন।
শতভাগ পাস করা প্রতিষ্ঠান
এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার মোট পাঁচ হাজার ২৪৩টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে, গতবার যা ছিল চার হাজার ৭৬৯টি।
বিদেশ কেন্দ্রের তথ্য
বিদেশের কেন্দ্রগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৪৩২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থী ৪১৯ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ জন। পাসের হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫৩ জন।
অপরদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয় ১৭ নভেম্বর থেকে। এ পরীক্ষায় মোট অংশ নেয় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী। আজ প্রাথমিক সমাপনী পরীক্ষারও ফল প্রকাশ করা হয়।