কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৮৮.৮
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৮ শতাংশ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৯ শতাংশ।
গতবারের চেয়ে এবার জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের পাসের হার, জিপিএ ৫ ও শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। সম্মিলিত পাসের হারে এবার মেয়েদের তুলনায় ছেলেরা এবং জিপিএ ৫ পাওয়ায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে ছয় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট দুই লাখ ৭০ হাজার ৯৭৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে এক লাখ ১১ হাজার ৮৩৭ ছাত্র এবং এক লাখ ৫৯ হাজার ১৩৭ ছাত্রী রয়েছে। উত্তীর্ণ হয়েছে দুই লাখ ৪০ হাজার ৬২২ শিক্ষার্থী। তাদের মধ্যে ৯৯ হাজার ৯২৮ ছাত্র ও এক লাখ ৪০ হাজার ৬৯৪ ছাত্রী রয়েছে। এ ক্ষেত্রে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ।
এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ১৩১ শিক্ষার্থী। তাদের মধ্যে দুই হাজার ১১৮ ছাত্র এবং চার হাজার ১৩ ছাত্রী রয়েছে। গত বছরের তুলনায় এবার কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে এবং জিপিএ ৫ ও শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেশি। গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৯ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল তিন হাজার ৭৪২ জন শিক্ষার্থী।
এদিকে এ বোর্ডের অধিভুক্ত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ ছয় জেলার মোট এক হাজার ৯২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চলতি বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৩৯টি। গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৫৮টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার মধ্যে নোয়াখালীতে পাসের হার ৮৬ দশমিক ০১ শতাংশ এবং শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ২৩টি, ফেনীতে পাসের হার ৯০ দশমিক ১২ শতাংশ এবং শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২৩টি, লক্ষ্মীপুরে পাসের হার ৮৭ দশমিক ৪ শতাংশ, শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২২টি, চাঁদপুরে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ আর শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ৫৬টি, কুমিল্লায় পাসের হার ৯২ দশমিক ৪২ শতাংশ, শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ৯০টি, ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ আর শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২৫টি।