জেএসসিতে যশোর বোর্ডে পাসের হার ৯১.৮
যশোর বোর্ড থেকে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৯১ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে নয় হাজার ৭৫৫ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল সাত হাজার ২৫৬ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, এবার যশোর বোর্ড থেকে দুই লাখ ৩৩ হাজার ৮২৯ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে এক লাখ ১২ হাজার ১৪১ ছাত্র ও এক লাখ ২১ হাজার ৬৮৮ ছাত্রী রয়েছে। এ ছাড়া উত্তীর্ণ হয়েছে দুই লাখ ১২ হাজার ৯৭৬ শিক্ষার্থী।
জেএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফল সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, যশোর বোর্ডের সার্বিক ফলাফলে বোর্ড কর্তৃপক্ষ সন্তুষ্ট। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো। তাদের পাসের হার এবং জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও বেশি।