মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও মূর্তি জব্দ
মেহেরপুর শহরের ভৈরব নদীর গোভিপুর সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও পাথরের মূর্তি জব্দ করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে এগুলো জব্দ করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, সকালের দিকে ভৈরব নদীর গোভিপুর সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও পাথরের মূর্তি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।