২০ টাকার জন্য প্রাণ গেল মুড়ি বিক্রেতার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাত্র ২০ টাকা পাওনা আদায় নিয়ে মারামারিতে প্রাণ গেল কুদরত আলী কুদ্দুস (৬৪) নামের এক বৃদ্ধ মুড়িবিক্রেতার। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের আব্বাস মিয়া ও তাঁর স্ত্রী রাহেনা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত কুদরত আলী ওরফে কুদ্দুস উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুড়িবিক্রেতা আব্বাস মিয়া একই গ্রামের মুড়ি বিক্রেতা কুদরত আলী ওরফে কুদ্দুসের কাছে ২০ টাকা পাওনা ছিলেন। আজ দুপুরে সেই পাওনা টাকা আদায় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় আব্বাস মিয়ার কিলঘুষিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান কুদ্দুস।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে আব্বাস মিয়া ও তাঁর স্ত্রীকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।’