সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীসহ নিহত ২
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী মুমিন মিয়া (২৮) ও তারেশ দাস (৩০)। আহত ব্যক্তির নাম মুকুল মিয়া (২৭)। তিনি উপজেলার বদলপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বিকেলের দিকে দিরাই পৌর এলাকার সুজানগর এলাকায় একটি মোটরসাইকেলকে পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন।
পরে তাঁদের দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হলে চিকিৎসক মুমিন মিয়া ও তারেশ দাসকে মৃত ঘোষণা করেন। আহত মুকুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মুমিন মিয়া মাসখানেক আগে আমেরিকা থেকে দেশে এসেছিলেন। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক আছেন।