ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট
জেদ্দার উদ্দেশে এ বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় ৪১৮ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
urgentPhoto
উদ্বোধনী এ ফ্লাইটে হজযাত্রীদের বিমানবন্দরে বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
সমসংখ্যক হজযাত্রী নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি ঢাকা বিমানবন্দর ছেড়ে যাবে বেলা আড়াইটায়। এ ছাড়া তৃতীয় ফ্লাইট রাত সাড়ে ৮টায় ও চতুর্থ ফ্লাইট রাত ১২টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ এক হাজার ৭৫৮ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।
হজযাত্রীদের বিদায় জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন জানান, হজ ব্যবস্থাপনায় কোনো গড়বড় হবে না এবার। তিনি বলেন, ‘আমরা আশা করছি যে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এবারও হজ পরিচালনা করতে পারব। যদিও এবার সৌদি সরকারের তরফ থেকে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে এবং কিছু রয়ে গিয়েছিল, সেগুলো এরই মধ্যে সমাধান করা হয়েছে।’
এ সময় কারো বা কোনো এজেন্সির গাফিলতির কারণে এবার হজযাত্রীরা দুর্ভোগে পড়লে সরকার তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘আমার মন্ত্রণালয়ে আমি কোনো কিছুর কোনো ঘাটতি রাখিনি। কোনো অনিয়ম পেলে, যার বিরুদ্ধে হবে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য সার্বিকভাবে প্রস্তুত রয়েছি।’