পুলিশ বলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘পুলিশও এ দেশের একজন মানুষ। সে ভুল করতেই পারে। ভালো কাজ যেমন করছে, তেমনি খারাপ কাজও করতে পারে। তবে পুলিশ বলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’
‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।
এ সময় বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। সে জন্য তাদের আন্দোলনে কেউ সাড়া দিচ্ছে না। জনগণ তাদের সঙ্গে নেই বলেই তারা আন্দোলন করতে পারছে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে দেশের প্রচলিত আইনে সাজা ভোগ করছেন। জামিনের বিষয়টি আদালতের বিষয়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। জেলকোড অনুযায়ী তাঁর যে ব্যবস্থা করা দরকার, আমরা সেটি নিশ্চিত করছি।’
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক (ডিসি) আতাউল গনি, পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলীসহ সরকারি কর্মকর্তারা।
মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে দুই দিনের সরকারি সফরে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী এখন মেহেরপুরে অবস্থান করছেন। সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে শহীদ শামসুজ্জোহা পার্কে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ২০১৭ সাল থেকে প্রতিবছর ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হচ্ছে। দেশব্যাপী সব পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি।