সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে কিশোর নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হামলায় শহীদ নুর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নূরের বাবা নাছির উদ্দিন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঘাঘাটিয়া গ্রামে নাছির উদ্দিন ও তাঁর ভাতিজা গোলাম কাদিরের মধে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজ বেলা ১১টার দিকে শহীদ নূর ও তার বাবা নাছির উদ্দিন একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরা গোলাম কাদিরের বাড়ির সামনে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদ নূরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাছির উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, চাচা-ভাতিজার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এতে এক কিশোর মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।