সুনামগঞ্জ পৌর শহরকে জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু
সুনামগঞ্জ পৌর শহরকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো ও সড়কে চলাচলকারী পরিবহনে জীবণুনাশক স্প্রে করার বিশেষ কার্যক্রম শুরু করেছে সুনামগঞ্জ পৌর কর্তৃপক্ষ। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন পয়েন্টে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো হয়।
এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পথচারীদের জন্য পৌর কার্যালয়ের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শহরে জনসচেতনতামূলক মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘পৌরবাসীকে সচেতন ও শহরকে জীবাণুমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের আনাচে কানাচে ও সড়কে চলাচলকারী পরিবহনে জীবণুনাশক স্প্রে ও শহরের বিভিন্ন পয়েন্টে পানি দেওয়া হচ্ছে। করোনা প্রতিরোধে আমাদের সব কার্যক্রম অব্যাহত থাকবে।’