সুনামগঞ্জকে লকডাউন ঘোষণা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক সৌদি প্রবাসীর স্ত্রীর শরীরে করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ রোববার বিকেলে ৫টা থেকে আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ এই লকডাউন চালু থাকবে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গত ৯ এপ্রিল জ্বর, সর্দিতে আক্রান্ত সৌদিপ্রবাসীর স্ত্রীসহ এই উপজেলার ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ দুপুরে সিভিল সার্জন ডা. শামছুদ্দিন ওই প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেন।
এরপর আজ বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভা শেষে বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক মো. এমরান হোসেন প্রমুখ।
করোনা আক্রান্ত ওই নারীর স্বামী গত ৫ মার্চ সৌদি থেকে দেশে ফিরেছিলেন। সৌদিফেরত ওই ব্যক্তি ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ বলেন, ‘করোনায় আক্রান্ত ওই নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন থাকবে। সেইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিস, কাঁচামাল, ওষুধের দোকান এ নির্দেশের বাইরে থাকবে।’