মেহেরপুরে বেসরকারি প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
মেহেরপুরের মুজিবনগরে একজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ফলাফলে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জেলা প্রশাসক মো. আতাউল গনী জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিভাগে কর্মরত রয়েছেন। এরই মধ্যে তাঁর সহকর্মীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, আক্রান্ত ব্যক্তির ভাড়া বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁকে প্রাথমিক অবস্থায় ভাড়া বাড়িতেই চিকিৎসাসেবা নিতে বলা হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাঁর চিকিৎসা ও সার্বিক বিষয় দেখভাল করবে। কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।