মুজিবনগরে মৃত ব্যক্তির করোনা ছিল, উপজেলা লকডাউন
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মৃত ইদ্রিস আলী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর পজিটিভ রিপোর্ট আসে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।
গতকাল বুধবার করোনাভাইরাস সন্দেহে ইদ্রিস আলীর শরীরের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর দুপুরে তাঁর মৃত্যু হয়।
এদিকে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর লাশের দাফন কাজে অংশ নেওয়া মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া চিকিৎসক ও নার্সদের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে কর্তৃপক্ষ। মারা যাওয়া ব্যক্তির বাড়ি মুজিবনগরের ভবেরপাড়ায়।
মুজিবনগরের ইউএনও উসমান গনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি মারা গেছে। আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে গতকাল এই উপজেলায় এক ব্র্যাককর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।