সুনামগঞ্জে চিকিৎসকসহ আরো আটজনের করোনা শনাক্ত
সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসকসহ নতুন করে আরো আটজনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪ জনের মধ্যে করোনা শনাক্ত করা হলো।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাতে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে দায়িত্ব পালন করা এক চিকিৎসকের মধ্যে করোনা শনাক্ত হওয়ায় ওই দিন রাতে দায়িত্বে থাকা সেবক ও পরিচ্ছন্নতাকর্মীসহ পাঁচজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই পাঁচজনের করোনা পরীক্ষা করা হবে। বাকিদের আইসোলেশনে নেওয়া হচ্ছে।
নতুন করোনা শনাক্ত হওয়া বাকি সাতজনের মধ্যে শাল্লা উপজেলার তিনজন, জামালগঞ্জের দুজন, দক্ষিণ সুনামগঞ্জের একজন ও ছাতক উপজেলার একজন রয়েছে।
এর আগে সুনামগঞ্জে ছয়জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছিল। তাদের সিলেট ও সুনামগঞ্জে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।