পদক গ্রহণ করলেন হাসান আজিজুল হক ও আলাউদ্দিন আলী
গত ৩০ আগস্ট, রোববার সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে দুই গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হলো। এ বছর শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন কর্তৃক ২০১৫ সালের শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদক পেলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সংগীতপরিচালক আলাউদ্দিন আলী।
প্রধান অতিথি ছিলেন নাট্যজন-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্মৃতিচারণ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, মঞ্চ অভিনেত্রী শিমূল ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন জাকিসহ আরো দু-একজন।
শহীদ আলতাফ মাহমুদ স্মরণে পদক ও অন্তর্ধান দিবসের আয়োজন করেছিল শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। এদিন পদকপ্রাপ্তদের একটি ক্রেস্ট, উত্তরীয় এবং আর্থিক পুরস্কার দেওয়া হয়। এগুলো তুলে দেন আসাদুজ্জামান নূর ও শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ।
শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন প্রতিবছর এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ বলেন, ‘পদক প্রদান অনুষ্ঠানটিই প্রতিবছর করছি। নিজেদের সীমিত সাধ্যের মধ্যে যেটুকু করা যায় আর কী। এ ছাড়া গড়ে তোলা হয়েছে শহীদ আলতাফ মাহমুদ ওয়েবসাইট। দুর্লভ সব ছবি, গান, তথ্য, অডিও-ভিডিও গ্যালারির আয়োজনের মাধ্যমে ওয়েবসাইটকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা করে চলেছি।’