সুনামগঞ্জে খেটে খাওয়া মানুষের জন্য বিজিবির ইফতার
রমজানের প্রথম দিন থেকে ফটকের সামনে টেবিলের উপর ৫০ থেকে ৭০ প্যাকেট ইফতার রাখা হয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়া রিকশাচালক, ভ্যানচালক, ঠেলাচালক ও নিম্ন আয়ের পথচারীসহ খেটে খাওয়া মানুষরা এই টেবিল থেকে প্যাকেট করা ইফতার নিয়ে যায়। ইফতারের প্যাকের সামনে কেউ থাকে না। প্রত্যেকে যে যার মতো সামাজিক দূরত্ব বজায় রেখে একটি করে প্যাকেট নিয়ে যায়।
এমনই ভিন্ন আয়োজন করেছেন সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম।
কালীপুর গ্রামের পথচারী আব্দুল মিয়া বলেন, ‘রোজার প্রথম দিন থেকে বিজিবির গেইটের সামনে ইফতার রাখা হয়। আমি এসে প্রতিদিনই একটি করে ইফতারের প্যাকেট নিয়ে যাই।’
শহরের নবীনগর এলাকার রিকশাচালক মনোরঞ্জন ধর বলেন, ‘রিকশা নিয়ে যাওয়ার সময় এখান থেকে একটি খাবার প্যাকেট নিয়ে যাই। তারা কেউ কিছু বলে না। আমি নিজে হাত লাগিয়ে নিয়ে যাই।’
এ ব্যাপারে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম বলেন, ‘সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে আমরা বিভিন্নভাবে ত্রাণ তৎপরতা চালাচ্ছি। শহরের খেটে খাওয়া মানুষের জন্য আমরা বিজিবির পক্ষ থেকে কিছু করতেই এমন আয়োজন। আমরা রোজার প্রথম দিন থেকেই আমাদের ফটকের সামনে বিকেল ৫টার দিকে ৫০ থেকে ৭০টি তৈরি করা ইফতার প্যাকেট রেখে দেই। যে যার মতো পারেন সবাই নিয়ে যেতে পারেন। এখানে খেটে খাওয়া মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটিও খেয়াল রাখা হয়। আমাদের এই প্রচেষ্টা আমরা পুরো রমজান অব্যাহত রাখব। সেইসঙ্গে জেলার সীমান্তবর্তী এলাকায় আমরা ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছি। আমাদের বিওপির মাধ্যমে এই সহায়তা দিচ্ছি।’