সুনামগঞ্জের চিকিৎসক করোনায় আক্রান্ত, ৫ পরিবার হোম কোয়ারেন্টিনে
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পর সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রইয়াসমিন নাহার রুমা এলাকা পরিদর্শন শেষে ওই চিকিৎসকের বাড়িসহ পাঁচটি পরিবারকে লকডাউন করে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন।
আজ শনিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার সাইফুল আলমের ‘প্রমা ভিউ’ বাসার ওই আক্রান্ত চিকিৎসকসহ পাঁচটি পরিবারকে লকডাউন করে পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী।
ইউএনও ইয়াসমিন নাহার রুমা বলেন, গতকাল শনিবার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় আজ বিকেল ৩টায় ওই এলাকা পরিদর্শন করে এই বাসায় থাকা পাঁচটি পরিবারকে লকডাউন করে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছি। এ সময় আমার সঙ্গে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঙ্গে ছিলেন।
অন্যদিকে, সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দুই চিকিৎসক পরপর আক্রান্ত হওয়ায় জরুরি বিভাগ অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েকদিন জরুরি বিভাগে দায়িত্বে থাকা ব্রাদার, স্টাফ ও ক্লিনারসহ সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা দুই মেডিকেল কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় আমরা মূল জরুরি বিভাগ ব্লক করে নতুন ভবনে জরুরি বিভাগ সরিয়ে নিয়ে চিকিৎসা দিচ্ছি। সেইসঙ্গে গত কয়দিন ধরে যারা জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জে দুই চিকিৎসকসহ ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।’