মেহেরপুরের গাংনীতে আরো দুইজন করোনায় আক্রান্ত
মেহেরপুরের গাংনী উপজেলায় নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন।
সিভিল সার্জন বলেন, ‘আক্রান্ত দুজনের বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে। তবে আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হচ্ছে। এছাড়া আক্রান্তদের বাড়িসহ পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।