সুনামগঞ্জে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সুনামগঞ্জের ছাতক উপজেলার মুক্তিযোদ্ধা পিয়ার মিয়া (৭৫) করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার ভোরে মারা যান তিনি।
পরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফনকাজ সম্পন্ন করা হয়। পিয়ার মিয়া ছাতক পৌরশহরের বাঘবাড়ী এলাকায় থাকতেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেওয়া হয় পিয়ার মিয়াকে। পরে বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষা করা হলে ওই দিন রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। পরে আজ ভোরে অবস্থার অবনতি হওয়ায় মারা যান তিনি।
সিভিল সার্জন মো. শামস উদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা পিয়ার মিয়ার দাফনকাজ সম্পন্ন হয়েছে।
ইউএনও মো. গোলাম কবীর জানান, আজ বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা পিয়ার মিয়াকে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এ সময় ইউএনও নিজেও উপস্থিত ছিলেন বলে জানান।
এদিকে, সুনামগঞ্জে এখন পর্যন্ত ২৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের।