সুনামগঞ্জে করোনায় মৃতের তিনজনই ছাতকের
সুনামগঞ্জের ছাতক উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের (৬৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যান। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন। ওই তিনজনই ছাতক উপজেলার বাসিন্দা।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল শুক্রবার তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়িতে পাঠানো হয়। আজ শনিবার ভোরের দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।’
এ ব্যাপারে ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবীর বলেন, ‘গতকাল শুক্রবার ওই ব্যক্তি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। আজ ভোরে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন করা হবে।’ তিনি আরো বলেন, ‘সুনামগঞ্জের ছাতক উপজেলাটি সিলেট ও ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত। ছাতকের মানুষ হয় সিলেট না হয় ঢাকায় বিভিন্ন কারণে যুক্ত থাকে। এ কারণে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। আমরা মানুষকে সচেতন করতে নানা কর্মসূচি পালন করছি। কিন্তু জনগণ খুব একটা বিধি-নিষেধ মানছে না। তারপরও আমরা চেষ্টা করছি।’
এদিকে জেলা সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জে আজ শনিবার পর্যন্ত ২৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে তিনজন। আজ পর্যন্ত শুধু ছাতকে করোনায় আক্রান্ত হয়েছে ৫১ জন।’