মেহেরপুরে শ্যামলী বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
মেহেরপুরের গাংনী উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় খাদিজা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলার আকুবপুর চটকাতলা নামক স্থানে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
খাদিজা খাতুন আকুবপুর চটকাতলা এলাকার সেলিম হোসেনের মেয়ে। পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকালে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল খাদিজা খাতুন। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় খাদিজার।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাদিজার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল আহমেদ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. ওবাইদুর রহমান জানান, দুর্ঘটনার পরই বাস নিয়ে পালিয়ে যায় চালক। বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।