সুনামগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চামারদানী ইউনিয়নে আমজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চামারদানী ইউনিয়নে আমজোড়া গ্রামে চান্দু মিয়ার ছেলে বাবলু মিয়া (৩০) ও একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আউয়াল মিয়া (৩৫)।
পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে একটি নৌকায় করে সাতজন জেলে মাছ ধরতে আমজোড়া গ্রামের পাশে হারিবন হাওরে মাছ ধরতে যান। এমন সময় বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে বাবলু মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং আওয়াল পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান। রাতে অনেক খোঁজাখুজির পরও সন্ধান পাওয়া যায়নি। পরে আজকে সকালে পুলিশ ও এলাকাবাসী আওয়ালের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নৌকায় থাকা বাকি পাঁচজন সুস্থ আছেন।
মধ্যনগর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।