সুনামগঞ্জের নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত
কয়েক দিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলা সদর, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৯৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত তিন দিন ধরে ভারী বর্ষণ অব্যাহত থাকায় ৯শ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে সুরমা, যাদুকাটা, চলতি নদী, ছেলা নদী ও পাটলাই নদীর পানি বিপৎসীমার কয়েক সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার কয়েক সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী পাঁচ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সহিবুর রহমান বলেন, 'ভারতের মেঘালয় অংশের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ৭২ ঘণ্টায় ৯শ মিলি মিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৯৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোন সময় নিম্নাঞ্চলসহ নদীতীরের কিছু অংশে বন্যা দেখা দিতে পারে।'