সুনামগঞ্জে যাত্রীবাহী ট্রলারডুবি, শিশুসহ দুজনের মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীতে ট্রলারডুবিতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালের দিকে দিরাই থেকে ১২ জন যাত্রী নিয়ে ট্রলারটি মারকুলি যাচ্ছিল। বেলা ১১টার দিকে উজানধল গ্রামের বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের বাড়ির সামনে গিয়ে ঝড় ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ১২ যাত্রীর মধ্যে ১০ জন এবং ট্রলারের দুই চালক সাঁতারে তীরে ওঠে। বাকি দুজন পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় লোকজনের চেষ্টায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, 'ঝড়ে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় দুজন ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।