গাংনীতে করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার (৭২) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি মারা যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, কয়েক দিন আগে ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করতে গেলে তা করতে দেওয়া হয়নি। যেহেতু করোনা উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়েছে, সে ক্ষেত্রে তাঁর নমুনা সংগ্রহ করা হবে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত বৃদ্ধার ছেলে, বড় ছেলের স্ত্রী, এক স্বাস্থ্যকর্মী ও মেয়ে সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁদের কাছ থেকেই ওই বৃদ্ধা করোনা সংক্রমিত হতে পারেন। তবে নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শাহনেওয়াজ জানান, করোনা উপসর্গ নিয়ে জোবাইদা খাতুনের মৃত্যু হয়েছে। তাঁকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের সহায়তায় সরকারি ও ইসলামী বিধি অনুযায়ী দাফন করা হবে।