মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের কর্মকর্তাসহ নিহত ২
মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এটিএন নিউজের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এটিএন নিউজের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক মকবুল হোসেন (২৯)। তিনি উপজেলার বজ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। অন্যজন হলেন মকবুলের বন্ধু চরগোয়াল গ্রামের আওয়াল হুজুরের ছেলে আক্তারুজ্জামান (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মকবুল হোসেন ও আক্তারুজ্জামান চরগোয়াল গ্রাম থেকে মোটরসাইকেলে বামুন্দী আসছিলেন। পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের সামনাসামনি ধাক্কা দেয়। এতে ওই দুজন গুরুতর আহত হন।
আহত অবস্থায় মকবুল ও আক্তারুজ্জামনকে স্থানীয়রা একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।