মেহেরপুরের সাংসদ সাহিদুজ্জামান সপরিবারে করোনায় আক্রান্ত
মেহেরপুর-২ (গাংনী ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩২৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, ‘কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন ও তাঁর স্ত্রী-সন্তানসহ মোট ১০ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসাসেবা নিবেন। এ ছাড়া বিধি অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।’
সিভিল সার্জন আরো বলেন, ‘স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্তদের সার্বিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।’
করোনায় আক্রান্ত সংসদ সদস্য সাহিদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘বর্তমানে অনেকটা সুস্থ আছি। বাসা থেকে চিকিৎসা নিচ্ছি। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার অনুরোধ জানান সাহিদুজ্জামান খোকন।