ঈদে বাড়ি ফেরা হলো না তাঁদের
ঈদুল আজহার ছুটিতে ঢাকা থেকে বরগুনার আমতলীতে ফিরছিলেন উজ্জ্বল কুমার সহদেব (২০)। আজ বুধবার সকালে লঞ্চে করে পটুয়াখালী পৌঁছান তিনি। পটুয়াখালীর চৌরাস্তা থেকে আল-আমিন নামের অপর এক সহযাত্রীর সঙ্গে মনির শিকদার (৩৫) নামের এক ব্যক্তির ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে আমতলীর দিকে যাচ্ছিলেন।
পথে আমতলীর কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তিনজনকে বহনকারী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সহদেব ও মনির নিহত হন। গুরুতর আহত হন আল-আমিন।
উজ্জ্বল কুমার সহদেব তালতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কেশব লাল শীলের ছেলে। তিনি ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
মনির শিকদার পটুয়াখালীর শংকরপুর গ্রামের রহমান শিকদারের ছেলে। আর আল-আমিনের বাড়ি আমতলীর মহিষডাঙ্গা গ্রামে।
তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আমতলী থানার কর্তব্যরত কর্মকর্তা, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে। গাড়িটি জব্দ করে আমতলী থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।