অটোরিকশা-নছিমন সংঘর্ষে আহত দুজনের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
ওই দুজন হলেন হাসিবুল (২৫) ও জিহাদ (৩০)। তাঁদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জামালপুর -দেওয়ানগঞ্জ সড়কের দুরমুঠ হাতিজা এলাকায় অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসিবুল ও জিহাদকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে তাঁদের মৃত্যু হয়।