মেহেরপুরে ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত
মেহেরপুরে মিনিট্রাকের চাপায় রোকেয়া খাতুন (৬৫) নামের এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। সদর উপজেলার মদনা জামতলা এলাকায় আজ শুক্রবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন মদনা জামতলা পাড়ার মেসের আলীর স্ত্রী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, রোকেয়া খাতুন প্রতিদিনের ন্যায় আজ সকালে রাস্তায় হাঁটতে বের হন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি মিনিট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ট্রাকের চালক ও গাড়ির সন্ধানে কাজ করছে পুলিশ।