‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে যোগ দিলেন ফারুক
বর্তমান সময়ের টেলিভিশন নাটকের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। আজ থেকে রাজধানীর উত্তরায় ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেতা।
এনটিভি অনলাইনকে এমন তথ্য নিশ্চিত করেছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে যোগ দেওয়া প্রসঙ্গে ফারুক আহমেদ এনটিভি অনলাইনকে রোববার দুপুরে বলেন, ‘মাত্র একটি শট শেষ করলাম। নাটকে আমি শহীদুজ্জামান সেলিমের চাচার চরিত্রে অভিনয় করছি। যিনি গ্রাম থেকে এসেছেন এবং এখানকার সবার খোঁজখবর নিচ্ছেন।’ নাটকে ফারুকের চরিত্রের নাম খায়ের।
ফারুক আহমেদ আরো বলেন, ‘আগেও রাজের পরিচালনায় কাজ করেছি। এই ধারাবাহিক নাটকটি হিট করেছে। এ ছাড়া অন্য নাটকের মতো এই নাটকে হইচই নেই, পারিবারিক গল্পের একটি নাটক। এমন কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে বেশ ভালো লাগছে।’
‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।
‘ফ্যামিলি ক্রাইসিস’ একটি যৌথ পরিবারের গল্প নিয়ে। মধ্যবিত্ত এ পরিবারে আছেন গৃহকর্তা, তার স্ত্রী, তাদের একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ভাই, এক বোন আর তাদের মা। তারা যেমন সুখে হাসে, তেমনি দুঃখও বাসা বাঁধে তাদের বুকে। স্কুলজীবনে হেঁটে বাসায় আসা, ভাঙা ফোনে ফেসবুক চালানো, এমন সীমাবদ্ধতার মধ্য দিয়ে বেড়ে ওঠা গৃহকর্তাকে হিমশিম খেতে হয় সংসারজীবনেও। তাদের জীবনে যেমন আছে না পাওয়ার বেদনা, তেমনি আছে মিষ্টি একটু ভালোবাসা, হাসি-কান্না, স্বপ্ন। তারা স্বপ্ন দেখে এমন একটা জীবনের—যে জীবন দোয়েলের, ফড়িংয়ের।