মেহেরপুরে ‘আল্লার দলের’ এক সদস্য গ্রেপ্তার
মেহেরপুরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’-এর তারিক নামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তারিক মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরের দিকে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল বসন্তপুর গ্রামে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের সদস্য তারিককে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুর ১২টার দিকে তারিককে গ্রেপ্তার দেখিয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।