স্বামীর গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্বামীর গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা ওই নারী আজ সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত আব্দুল খালিছ প্রায় এক বছর ধরে ওই নারীকে অবৈধ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু নির্যাতিতা নারী তাঁর কুপ্রস্তাবে সাড়া দেননি। এদিকে গত ৩ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত খালিছ ওই নারীকে ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেননি তিনি।
অভিযোগে আরো জানা যায়, সর্বশেষ গত ৯ অক্টোবর রাতে আব্দুল খালিছ ওই নারীর ঘরে ডুকে তাঁর স্বামীর গলায় ছুরি ধরে তাঁকে ঘরের বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী ও তাঁর স্বামী স্থানীয়দের জানালে তারা আইনের আশ্রয় নিতে বলে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আমরা ভিকটিমের অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য এসআই ফিরোজ আহমদকে দায়িত্ব দিয়েছি। ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।’