স্বেচ্ছা খুনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, আন্তর্জাতিক আইন শুধু ‘সবচেয়ে মারাত্মক অপরাধের’ ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা বলে। এর অর্থ দাঁড়ায়, নেহায়েত প্রয়োজনে স্বেচ্ছা খুনের ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া যেতে পারে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৯ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এ মন্তব্য করেন। ১০ অক্টোবর আন্তর্জাতিক মৃত্যুদণ্ডবিরোধী দিবসকে সামনে রেখে তিনি এ বিবৃতি দেন।
বিবৃতিতে বান কি মুন বলেন, সাত দশক আগে মাত্র ১৪টি দেশ মৃত্যুদণ্ডাদেশ বিলুপ্ত করে। বর্তমানে ৮২ শতাংশ দেশ আইন করে মৃত্যুদণ্ডাদেশ বাতিল করেছে কিংবা মৃত্যুদণ্ড না দেওয়ার চর্চা করছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বরাবরই বলে আসছে, মৃত্যুদণ্ড মাদকসংক্রান্ত অপরাধ কমাতে পারছে না। এ ছাড়া আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ডসহ অন্য মাদকবিরোধী সংস্থাগুলো এ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশ বাতিলের তাগিদ দিয়েছে। তিনি আরো বলেন, মৃত্যুদণ্ড মাদকসংক্রান্ত অপরাধ কমায় না কিংবা এটি লোকজনকে মাদকের অপব্যবহার থেকে বিরতও রাখতে পারেনি। মাদক নিয়ন্ত্রণের বিষয়টি বিচার ব্যবস্থার সংস্কার, গণস্বাস্থ্য ব্যবস্থায় এর প্রতিরোধ ও চিকিৎসাপ্রাপ্তির সুবিধার মধ্যে নিহিত।