রাশিফল
বিবাদ এড়ান মেষ, কাজে উৎসাহ পাবেন সিংহ
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা ৫ ও ৬। শুভ বার বুধ ও শুক্র। শুভ রত্ন হীরা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, আত্মবিশ্বাসী ও কর্তব্যপরায়ণ, উদার আদর্শবাদে আপনি বিশ্বাসী। পরিবেশ ও পরিস্থিতির সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। আর দায়িত্ব পালনে আপনি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অন্যের চিন্তা ও কাজ আপনার মনোযোগ এড়ায় না। জীবনের দুঃখ আনন্দ সব কিছুই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন। আপনার যুক্তি ও বিচারক্ষমতা প্রখর। আপনি পরিশীলিত রুচির অধিকারী। জীবন লক্ষ্যে আপনাকে আপসহীন ও দৃঢ় হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জেনারেল আইসেনহাওয়ার, অভিনেত্রী লিলিয়ান গিশ, রজার মুর ইমন ডি-ভেলেরা, সাহিত্যিক ক্যাথেরিন মেন্সফিল্ড, ফারজানা ববি, সৈয়দ মোস্তফা সিরাজ, সম্রাট আকবর।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তা অবসান হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। মনের কথা যেকোনো লোকের কাছে প্রকাশ না করলেই ভালো করবেন। দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না।
মিথুন (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি অনুকূলে থাকবে। তবে এ ক্ষেত্রে প্রতিপক্ষের কাছে নিজেকে স্পষ্ট করে তুলুন। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আত্মীয়-স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয় লাভের সম্ভাবনা আছে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রয়োজনে আত্মীয়দের কাছে পাবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবেচিন্তে দিন। চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো থাকবে না। কোনো পুরনো ব্যাধির পুনরাক্রমণ ঘটতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। গোপন শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পিতার সাথে মতবিরোধ এড়িয়ে চলুন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। সামাজিক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। এ ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। সৎসঙ্গ আনন্দদায়ক হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। কোনো ধরনের বদনাম রটার সম্ভাবনা আছে। শরীর অসুস্থ হতে পারে। খারাপ কোনো সংবাদ পেতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।