পর্তুগালে সিলেট কমিউনিটির মতবিনিময় সভা
পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে পর্তুগালে অবস্থিত সিলেট বিভাগের প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবস্থান ও পর্তুগালে নবাগত বাংলাদেশিদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও আইনি জটিলতায় পরামর্শ দেওয়াসহ শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান আহমেদ। আমির সোহেল ও শাহিদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সোলেমান মিয়া, সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, শহীদ রহমান, শেলু মিয়াসহ সিলেট কমিউনিটির নেতারা।
নবীন-প্রবীণদের এ মিলনমেলায় বক্তারা বলেন, শুধু আঞ্চলিকতার নয়, আন্তরিকতার সম্পর্ক তৈরি করে কমিউনিটির উন্নয়নে আরো সোচ্চার ও জোরালো ভূমিকা রাখতে হবে।
বকুল খান, আমির সোহেল
লিসবন থেকে