পরিবারের কাছে ফিরে গেল উদ্ধার হওয়া ১০৩ অভিবাসন প্রত্যাশী
মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১০৩ বাংলাদেশির মধ্যে প্রাপ্তবয়স্ক ৯৭ জনকে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএমের মাধ্যমে নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক ছয়জনকে রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
অভিবাসন প্রত্যাশী এসব বাংলাদেশির তথ্য যাচাই-বাছাই এবং তাদের জবানবন্দি নিয়ে আজ বুধবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এদের নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দেয়।
দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা জানান, এসব অভিবাসীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদকালে তাদের কাছ থেকে কক্সবাজারের ২৮ জনসহ ১০৩ জন দালালের নাম পাওয়া যায়। এসব দালালই তাদের মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্রগামী ট্রলারে তুলে দিয়েছিল। এসব দালালের বিরুদ্ধে ১৭টি জেলায় মামলা দায়ের করা হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানিয়েছেন, ১০৩ জনের মধ্যে ১৭ জেলার বাসিন্দা রয়েছে। আশা করা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যে সবাই বাড়ি পৌঁছতে পারবে।
গত সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত সংলগ্ন মিয়ানমারের মংডুর ঢেকিবুনিয়া বিজিবি-বিজিপি পতাকা বৈঠকের পর এসব অভিবাসন প্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়।মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া এ পর্যন্ত ৬ দফায় ৭২৯ জন অভিবাসন প্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।