সুভাষ দত্তের মৃত্যুবার্ষিকী আজ
সুচন্দা, উজ্জ্বল, শর্মিলী আহমেদ, ইলিয়াস কাঞ্চন, কবরী, আহমেদ শরীফের মতো অভিনয়শিল্পীরা এসেছিলেন তাঁর হাত ধরে। তিনি চলচ্চিত্রকার সুভাষ দত্ত। অভিনেতা বা পরিচালক হিসেবে তিনি ছিলেন সফল। ২০১২ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। আজ তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকী।
সুভাষ দত্তের পেশাগত জীবন শুরু হয় বাণিজ্যিক চিত্রশিল্পী হিসেবে। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ দেখে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ তৈরি হয় তাঁর। এহতেশামের ‘এ দেশ তোমার আমার’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি।
১৯৬৪ সালের ২৩ এপ্রিল মুক্তি পায় সুভাষ দত্ত নির্মিত প্রথম চলচ্চিত্র ‘সুতরাং’। ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা পায়। এ ছবি দিয়েই অভিনেত্রী হিসেবে যাত্রা কবরীর।
সুভাষ দত্তের সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য—‘সুতরাং’, ‘কাগজের নৌকা’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আবির্ভাব’, ‘বলাকা মন’, ‘সবুজ সাথী’, ‘বসুন্ধরা’, ‘সকাল সন্ধ্যা’, ‘ডুমুরের ফুল’, ‘নাজমা’, ‘স্বামী-স্ত্রী’, ‘আবদার’, ‘আগমন’, ‘শর্ত’, ‘সহধর্মিণী’, ‘সোহাগ মিলন’, ‘পালাবদল’, ‘আলিঙ্গন’, ‘বিনিময়’।
দীর্ঘকাল সুভাষ দত্ত চলচ্চিত্রশিল্পে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৯ সালে একুশে পদকও অর্জন করেন তিনি।