রাশিফল
শিল্পী কর্কটের দিন শুভ, উচ্চাশা পূরণ হবে কুম্ভের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও শুক্র। আপনার শুভসংখ্যা ৬ ও ৭। শুভবার সোম ও শুক্রবার। শুভ রত্ন হীরা। প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও প্রতিভাবান। কল্পনা ও আবেগের প্রাধান্য থাকলেও আপনি চাপা স্বভাবের। আপনার চিন্তা ও কাজ কোনো ছকবাঁধা পথে চলতে চায় না। আপনার ইনটুইশন প্রখর। সৌন্দর্যের তৃষ্ণা ও ভ্রমণের নেশা আপনাকে পেয়ে বসতে পারে। আপনি লাজুক ও শান্তিপ্রিয়। অন্যদের সঙ্গে হৈ-হুল্লোড়ের চেয়ে নীরবে-নির্জনে একাকী থাকতেই বেশি আনন্দ পান। আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ রয়েছে। আপনাকে জীবনের সবকিছুতে ভারসাম্য বজায় রাখতে হবে। কুশলী ও সাহসী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : নাট্যকার অস্কার ওয়াইল্ড, কথাশিল্পী ইউজিন ও নীল, গুন্টার গ্রাস, আনোয়ার হোজ্জা, আনজেল ল্যান্সবেরি, প্রাণিবিজ্ঞানী আলবার্ট ভল হেইলার, শাহেরা খাতুন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর ভালো থাকবে না। অসুখ-অশান্তিকে অবহেলা না করলেই ভালো করবেন। অশুভ কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। সাময়িক অসুস্থতায় উদ্বেগের কোনো কারণ নেই। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের দায়দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সৃজনশীল কাজকর্মে উৎসাহ বোধ করবেন। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। শরীর সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। নতুন কোনো আত্মীয়তার সম্ভাবনা আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনদের কাজে লাগাতে পারবেন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে লাভবান হবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। নিজের ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো ধরনের মামলা-মোকদ্দমায় জড়ানোর আশঙ্কা আছে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। সরল বিশ্বাসে কারো কারো সঙ্গে আর্থিক লেনদেন করা ঠিক হবে না। কোনো অনাকাঙ্ক্ষিত সংবাদ পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি উত্তম। ক্লাবে বা অন্য কোনো স্থানে আড্ডায় অংশগ্রহণ করতে পারেন। সাংগঠনিক কাজে সাফল্যের সম্ভাবনা আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ ও প্রভাবশালীদের কারো আনুকূল্য পেতে পারেন। উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক কাজকর্মে সাফল্য আসতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আধ্যাত্মিক কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সৎসঙ্গ আনন্দদায়ক হবে।