চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রলির সংঘর্ষ, একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হায়াত মোড় এলাকায় দুটি ট্রলির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো পাঁচজন।
আজ শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান (৫৫)। তাঁর বাড়ি সদর উপজেলার চরদেবীনগর গ্রামে।
আহত দুই ট্রলিচালক ও তিন ধান ব্যবসায়ীর নাম জানা যায়নি। তাঁদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সকালে চরাঞ্চল থেকে ধানবাহী দুটি ট্রলি হায়াত মোড়ের কাছে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। এতে একটি ট্রলি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির ওপর থাকা সাইদুর চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।