রাশিফল
বিনিয়োগে ফল পাবেন মিথুন, ব্যয় বৃদ্ধি পাবে মকরের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৬ ও ৯। শুভ বার শুক্র ও মঙ্গল। শুভ রত্ন হীরা ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি আবেগপ্রবণ, সাহসী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। নিঃসংকোচে নিজের মত প্রকাশ করেন। তবে আপনার সবকিছুতেই একটা বৈপরীত্য থাকতে পারে। অনেকের কাছেই আপনি হয়ে উঠতে পারেন দুর্বোধ্য। সদিচ্ছা সত্ত্বেও স্পষ্টবাদিতা ও বিতর্কপ্রিয়তার জন্য অনেকের বিরাগভাজন হতে পারেন। নেতৃত্বের গুণাবলি আছে আপনার মধ্যে। আর প্রতিদ্বন্দ্বিতায় ঝাঁপিয়ে পড়তেও আপনার কোনো দ্বিধা নেই। আপনাকে কৌশলী ও ধৈর্যশীল হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : দার্শনিক হেনরি বার্গসন, পিয়াচর ট্রুডো, সূর্য সেন, গীতিকার আজিজুর রহমান, গায়ক চাক বেরী, শিল্পপতি মোবারক হোসেন, সাংবাদিক জোয়ায়দুর রহমান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ধর্মীয় ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত ক্ষেত্রে কোনো সাফল্য পেতে পারেন। আজ প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনলে কাজে লেগে যেতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। অতিনিন্দীয় বিষয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। ওয়ারিশ সূত্রে অর্থ বা সম্পদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
মিথুন (২১ মে-২০ জুন)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যক্তিগত শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভারো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্মস্থলে অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পুরোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। নতুন কোনো সম্পদ বা সম্পত্তি হাতে আসতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। কর্তৃত্বকামিতা ক্ষতির কারণ হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা কাজ উদ্ধার করা সহজ হবে। মন ভালো থাকবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
হাতের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। কোনো ধরনের ব্যর্থতার দায়ভার নিজের ওপর চাপতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে চুক্তি হতে পারে। বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে।