আপনার জিজ্ঞাসা
অমুসলিমদের দেওয়া ইফতার খাওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৩৫তম পর্বে রিয়াদ, সৌদি আরব থেকে পাঠানো ই-মেইলে এক প্রশ্নে অমুসলিম কারো দেওয়া খাবার খেয়ে ইফতার করা যাবে কি না, সে সম্পর্কে জানতে চেয়েছেন মুজিবুর রহমান। অনুলিখনে ছিলেন মুন্সী আবদুল কাদির।
প্রশ্ন : I am watching your tv program ‘Apnar Jiggasha’ regularly. This is a very good program. Today I want to ask you, We have a friend working with us. Every Ramadan, he gives us iftar for about 50 person. Since 10 years he is doing like this. But he is a hindu. Is this acceptable or not? Some of my friend say, it is haram. So please answer me as a muslim, after fasting can we take any meal from non-muslim?
(আমি ‘আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানটি নিয়মিত দেখি। এটি অনেক ভালো একটি অনুষ্ঠান। আজ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তা হলো আমাদের সঙ্গে একজন সহকর্মী রয়েছেন, যিনি প্রতি রমজানে প্রায় ৫০ জন মুসলিমের ইফতারের আয়োজন করেন। দীর্ঘ ১০ বছর ধরে তিনি এ কাজ করে আসছেন। অথচ তিনি একজন হিন্দু। তাঁর এই ইফতার গ্রহণ করা কি জায়েজ? আমার কয়েকজন বন্ধু বলেন যে এটা হারাম। তাই রোজা রাখার পর আমরা অমুসলিমের দেওয়া খাবার খেয়ে ইফতার করতে পারব কি না, আমাকে জানাবেন।)
উত্তর : এটি তাঁর (ইফতার প্রদানকারী) কাছ থেকে নেওয়া নাজায়েজ নয় বা হারাম নয়। তবে মুসলিমদের জন্য উত্তম হচ্ছে তাঁরা নিজেরা ইফতারের আয়োজন করবে অথবা কোনো মুসলিম ব্যক্তি যদি তাঁদের ইফতার করায়, তাহলে ইফতার করবে।
কিন্তু যদি কোনো অমুসলিম ভাই দেখেন যে, এখানে মুসলিম যারা আছে, তাদের ইফতার করালে সামাজিক একটা ভালো কাজে অবদান রাখা যায়, তাহলে তাঁর এই কাজটি হারাম নয়। সুতরাং আপনি যদি তাঁর ইফতার করেন, তাহলে আপনি হারাম কাজ করলেন—বিষয়টি এমন নয়। তবে এই ইফতারি জায়েজ হবে যদি হারাম কোনো বস্তু আপনাকে না দেওয়া হয়। কারণ, ইফতারের খাবার অবশ্যই হালাল হতে হবে। হারাম কোনো বস্তু ইফতারে দেওয়ার সুযোগই নেই।