চুয়াডাঙ্গায় মসজিদের জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে মসজিদের তিন শতক জমি নিয়ে সৃষ্ট সংঘর্ষে দুই পক্ষের ১৪ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় বাঁশবাড়িয়া গ্রাম থেকে আবুল কালাম (৩৫) ও হাসেম আলী (৪০) নামের দুজনকে আটক করেছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে সংকটাপন্ন অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম জানান, বাজারপাড়ায় অবস্থিত মসজিদের তিন শতক জমির মালিকানা নিয়ে সম্প্রতি হাতেম আলী ও ইসহাক আলীর অনুসারীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বুধবার বেলা ৩টার দিকে উভয়পক্ষের লোকদের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বাঁশবাড়িয়া গ্রামের হাতেম আলী (৬০), তাঁর দুই ছেলে উজ্জ্বল হোসেন ও রাজীব হোসেন এবং তাঁদের পক্ষের রবজেল হোসেন, ছমির উদ্দিন, মিলন হোসেন, আমির হোসেন, ডালিমন নেছা ও রাবেয়া খাতুন এবং প্রতিপক্ষের ইসহাক আলী, আবুল কালাম, মাহাবুল হক, আলম হোসেন ও চাঁদ আলী।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।