রাশিফল
সামাজিক মর্যাদা বাড়বে কর্কটের, বিয়ে হতে পারে কন্যার
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৭ ও ৯। শুভ বার সোম ও মঙ্গল। শুভ রত্ন রক্ত প্রবাল ও এমিথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি মননশীল ও সৃজনশীল। মানসিক শক্তির সঙ্গে রয়েছে বুদ্ধিবৃত্তিক ও অতীন্দ্রিয় ক্ষমতা। জ্ঞানার্জন, তত্ত্বতথ্য ও আধ্যাত্মিকতার প্রতি রয়েছে সহজাত ঝোঁক। স্মরণশক্তি প্রখর। জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। তবে বৈষয়িক ও আর্থিক জগতের প্রতি মোহগ্রস্ত নন। কর্তব্যপরায়ণ ও কর্মঠ। সবদিকে দৃষ্টি দেওয়ার সবকিছু তদারক করার গুণ আছে। প্রাকৃতিক নির্জনতাই আপনাকে শান্তি দিতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : চিত্রশিল্পী পাবলো পিকাসো, চলচিত্রকার অ্যাভল গেইন্স, সাহিত্যিক বেঞ্জামিন কনস্টান্ট, হেলেন রেডী, গায়িকা শবনম মুশতারী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর অসুস্থ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতা নিয়ে দুঃখ বোধ করতে পারেন। কোনো আইনগত ঝামেলায় জড়ানোর সম্ভাবনা আছে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক কাজকর্মে সাফল্য আসতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের সুসম্পর্ক বিদ্যমান থাকবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধিতে যত্নবান হতে পারেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূলে থাকবে। পেশাগত ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি কিছুটা শুভ ও দুর্যোগপূর্ণ হতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে পতিত হওয়ার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। বিবাদ এড়িয়ে চলুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি অনুকূলে থাকবে। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার প্রতি অনুরক্ত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নতুন আত্মীয়লাভের যোগ আছে। ছোট ভাইবোন সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থনও পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থ আসতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকবে। কাজকর্মে মানসিক তৃপ্তি পাবেন। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টায় কারো আনুকূল্য পেতে পারেন। ভদ্র ব্যবহার দ্বারা সহজে অন্যের মন জয় করতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।