রাশিফল
নিজেকে সংযত রাখুন বৃশ্চিক, আয় বাড়বে কুম্ভের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল। আপনার শুভসংখ্যা ৯। শুভবার মঙ্গলবার। শুভ রত্ন রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি উদ্দীপনায় ব্যক্তিত্বের অধিকারী। উদ্যম ও জঙ্গি মনোভাব ও লক্ষ্যে অবিচলতা আপনার সহজাত বৈশিষ্ট্য। আপাত বিজয়ী হলেও কৌতুকবোধ প্রখর। বিতর্কে সহজেই জড়াতে পারেন। অন্যদের অনায়াসে সংগঠিত করতে পারেন। পারেন আপনার আদর্শে অনুপ্রাণিত করতে প্রশাসনিক ক্ষমতা, কর্তব্যপরায়ণতা ও কল্পনাশক্তি অনায়াসে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। বেশি উচ্চাভিলাষী না হলে পরিতৃপ্তি ও আধ্যাত্মিক শান্তিলাভ সহজ হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : প্রেসিডেন্ট রুজভেল্ট, ক্যাপ্টেন জেমস কুক, গায়ক আব্বাসউদ্দীন আহমেদ, শিখনেতা সন্ত ফতেহ সিং, ভূতাত্ত্বিক উইলিয়াম ম্যাকলর।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর মোটামুটি ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে জয় করার চেষ্টা করুন। মন ভালো থাকবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। জ্ঞানার্জনের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে।
মিথুন (২১ মে-২০ জুন)
নতুন আত্মীয় লাভের যোগ আছে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহ পাবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। উত্তেজনা ক্ষতিকর হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। শিল্পী-সাহিত্যিকদের জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটির কাছে নিজের মনোভাব স্পষ্ট করে তোলার চেষ্টা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজ শক্তি ও সামর্থ্য সম্পর্কে বুঝেশুনে মোকাবিলা করার চেষ্টা করুন। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর অসুস্থ হতে পারে। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। দায়িত্ব পালনে অবহেলা করা ঠিক হবে না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারস্পরিক সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তার অবসান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কোনো ধরনের বিবাদে জড়ানো ঠিক হবে না।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। জৈবিক অনুভূতিকে সংযত রাখতে পারলে ভালো করবেন। অন্যথায় দুর্নামের সম্মুখীন হতে পারেন। ওয়ারিশসূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। রোগব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। তীর্থযাত্রা ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। তাতে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূর্ণতা পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ধরনের ব্যক্তিগত ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শরীর সম্পর্ক সতর্ক থাকার চেষ্টা করুন।