রাশিফল
বন্ধুর সহযোগিতা পাবেন মিথুন, বিদেশ যেতে পারেন সিংহ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন রক্ত প্রবাল ও চুনি। প্রকৃতিগতভাবে আপনি কর্মঠ, প্রাণবন্ত ও উদ্যোগী। সৃজনশীলতা ও উদ্বাবনী ক্ষমতার ছাপ থাকবে প্রতিটি কাজে। জীবনের প্রতি মুহূর্তে নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ গ্রহণে আপনি প্রস্তুত। আপনি উচ্চাভিলাষী। লক্ষ্য অর্জনে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণে কোনো দ্বিধা নেই। বেপরোয়া পদক্ষেপও নিতে পারেন। দৃঢ়তা ও পর্যবেক্ষণক্ষমতা সাফল্যের বুনিয়াদ হতে পারে। আপনার ছিদ্রান্বেষী দৃষ্টিভঙ্গি ও রসবোধ বিরূপের রূপ নিতে পারে। উচ্চাভিলাসী ব্যক্তিত্বকে করতে পারে দুর্বোধ্য। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : ইংরেজি উপন্যাসিক এভলিন ওয়াহ, অস্ত্রনির্মাতা রেমিংটন, ভূগোলবিদ গিলভার্ট গ্রসভন, সৈয়দ এনায়েত হোসেন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত হতে পারেন। নিজের যোগ্যতা দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ সমাধান করতে পারবেন। মন ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো আইনগত সমস্যায় জড়াতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। যে কোনো সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নিন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ট্রেড ইউনিয়নকর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পেশাগত চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূলে থাকবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আজ লটারির টিকিট বা প্রাইজ বন্ড কিনলে সুপল পেতে পারেন। সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ব্যবসায়ে লোকসানের আশঙ্কা আছে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। কোনো ধরনের দুর্নাম রটার আশঙ্কা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি শুভ সম্ভাবনাময়। প্রবাসী আপনজনদের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের যোগ আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দায়িত্বে সচেতন হওয়ার চেষ্টা করুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর অসুস্থ হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। চাকরিজীবীদের কর্মপরিবেশ ভালো না থাকার সম্ভাবনা আছে। কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব নাও হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। ধর্মীয় কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পাবে। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজকর্মে অগ্রগতির সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। যে কোনো ধরনের উত্তেজনা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আধ্যাত্মিক পরিবেশ অনুকূলে থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সাহসিকতার সঙ্গে যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেহাত হওয়া কোনো সম্পত্তি পুনরায় দখলে আসতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখতে চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। আত্মীয় ও বন্ধুদের সহযোগিতা পাবেন।