সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা : আরও চার আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে সদ্য বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ২ নম্বর আসামি লিখন, সানোয়ার হোসেন রতন, মোস্তফা কামাল ও সন্দেহভাজন আসামি সাইফুল ইসলাম। এর মধ্যে লিখন ও সানোয়ার হোসেন রতন হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের আপন ভাই।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করলো পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ প্রাপ্ত তথ্যানুযায়ী অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং এজাহারভুক্তসহ সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করছে।
আসামিরা ধরা না পড়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের দিন রাত ৮টার দিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুন হন। হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেক করে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।
এর আগে গত ১৭ জানুয়ারি স্বপন ব্যাপারীকে এবং ২১ জানুয়ারি জাহিদুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।