ঘুমিয়ে ছিলেন স্বামী-স্ত্রী, হঠাৎ আগুনে মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি বসত ঘরে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম কলেজ রোড এলাকায় আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশা চালক সাইফুল (২২) ও তাঁর স্ত্রী মনি বেগম (১৮)। অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। অগ্নিকাণ্ডে তাঁদের পুরো ঘর ও দুটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সাইফুল ও মনি বেগমের স্বজনরা জানিয়েছেন, তিন মাস আগে তাঁদের বিয়ে হয়। এ মর্মান্তিক ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।