সরকার ভোজ্যতেলের যৌক্তিক দাম নির্ধারণ করেছে : বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় সরকার একটি যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বায়েজীদে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডে বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি ও কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
এ সময় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান জহিরুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, চা বোর্ডের সদস্য নুরুল আলম চৌধুরী, ড. নাজনিন কাউসার চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রহিম খান বক্তব্য দেন।
টিপু মুনশি আরও বলেন, ‘গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ৭০০ ডলারে বিক্রি হতো, এখন তা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে এক হাজার ১০০ ডলারে। তাই দেশের বাজারে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। নির্ধারিত দামের বেশি বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া আসন্ন রমজানে ভোগ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এর আগে মন্ত্রী চা বোর্ডে বঙ্গবন্ধু গ্যালারি ও কর্নারের উদ্বোধন করেন।